FB তে Continue Reading এর ভিতরে লিঙ্ক দেবার নিয়ম
এটা অনেকেরই জানা। তবে যারা যানেন না আশা করি তাদের কাজে আসবে। ফেসবুকে বড় পোষ্টগুলোতে সাধারনত Continue
Reading লেখাটা আসে। তবে বর্তমানে ফেসবুকের কিছু পোষ্টে Continue Reading লেখার উপর ক্লিক করলে অন্য একটি পেজে চলে যায়। আজ আপনাদের সাথে Share করবো কিভাবে Continue Reading এর ভিতর Link দেওয়া হয়।
যা যা প্রয়োজনঃ
(১) যে Page বা Group এর Link দিবেন, সেই পেজের কোড।
(২) আপনার পেজের নামের ভিতরের যে কোনো একটি শব্দ।
☞ Continue Reading এর মধ্যে অন্য পেজ বা গ্রুপের লিংক দেবার দুইটা সুত্রই অনুসরণ করতে হবে।
সূত্রঃ- (১): @=[Page Code : Half Page Name]
সূত্রঃ- (২): @@=[0:[Page Code :1: Continue Reading]]
উদাহরণস্ববরুপঃ
মনে করুন, আপনার গ্রুপের নামঃ
* Android মিডনাইট
* Group কোডঃ 1656466141273991
❇ কাজের ধাপঃ
➥ ধাপঃ- (১) প্রথমে আপনার ইচ্ছেমতো লিখুন। তারপর প্রথম সূত্রটি লিখুন।
উদারহরনস্বরুপঃ @=[1656466141273991:Android]
➥ ধাপঃ- (২) এবার আবার আপনার ইচ্ছেমতো কিছুটা লিখে, দ্বিতীয় সূত্রটি লিখুন।
উদাহরনস্বরুপঃ
@@=[0:[1656466141273991:1:Continue Reading]]
➥ ধাপঃ- (৩) এবার পোষ্ট করার আগে (=) চিহ্ন গুলো Remove
করতে হবে এবং সূত্রের মাঝে কোন Space বা ফাঁকা রাখা যাবে না।
➥ ধাপঃ- (৪) কাজ শেষ, এবার পোষ্ট করুন। সবকিছু সঠিকভাবে করতে পারেলে দেখবেন কাজ হয়েছে।
এবার আমি সম্পূর্ণটি উদাহরনস্বরুপ দেখিয়ে দিচ্ছি।
Banglalink আবার ও ফ্রি ইন্টারনেট। তবে শুধু @=[1656466141273991:মিডনাইট] ব্যবহারকারীদের জন্য। তাহলে চলুন কাজের কথায় আসি। এর জন্য প্রথমে নিচের মতো একটি Apn তৈরি করে নিন।
Name : BP
Apn : Internet @@=[0:[1656466141273991:1:Continue Reading]]
সবকিছু সঠিকভাবে পারলে নিচের মতো দেখাবেঃ
Banglalink আবার ও ফ্রি ইন্টারনেট। তবে শুধু মিডনাইট ব্যবহারকারীদের জন্য। তাহলে চলুন কাজের কথায় আসি। এর জন্য প্রথমে নিচের মতো একটি Apn তৈরি করে নিন।
Name : BP
Apn : Internet Continue Reading
তো সবাই enjoy করুন.
শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
ধন্যবাদ সবাইকে
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
ধন্যবাদ সবাইকে