Custom Rom Port করুন সহজেই

Tuesday, November 1, 2016
Custom Rom Port করুন সহজেই

প্রথমেই জেনে নিতে হবে আপনার Mobile এর Chipset Model কত। CPU Z App এর মাধ্যমে খুব সহজেই জেনে নেয়া যায় যে Chipset Model কত। নিম্নে কিছু Chipset Model দেওয়া হল:-
MTK-6572, MTK-6575, MTK-6577, MTK-6582, MTK-6589, MTK-6592

●☞ Rom Port করার ক্ষেত্রে অবশ্যই দুই Rom এর Chipset এক হতে হবে। অর্থাত আপনার Mobile এর Chipset Model যদি MTK-6572 হয়, তাহলে আপনি যে Rom টি Port করবেন তার Chipset Model ও MTK-6572 হতে হবে।

●☞ Google এ Search দিয়ে আপনি আপনার Mobile এর Chipset অনুযায়ী Custom Rom Download করতে পারবেন।

■■■■■■■■■■■
যা যা প্রয়োজন
■■■■■■■■■■■

● MTK Android Device

● Rooted Android Device

● Stock Rom

● Custom Rom

● Custom Recovery


● Root Explorer - https://goo.gl/ZVY2I1

● ZArchiver - https://goo.gl/CVAZTC

■■■■■■■■
মূল কাজ
■■■■■■■■

●☞ ধরে নিলাম আপনি আপনার Mobile এর Chipset অনুযায়ী Custom Rom Download করে ফেলেছেন।

●☞ এখন আপনার SD Card এ একটি নতুন Folder তোরী করুন,এবং সেই Folder এ Stock Rom ও Custom Rom দুইটি রাখুন।

●☞ যেহেতু Rom গুলা .zip আকারে থাকবে , সেহেতু এগুলাকে Extract করতে হবে। Extract করার জন্য ZArchiver ব্যাবহার করুন। Extract করলে কিছু File/Folder পাবেন।
META-INF, system, logo.bin, boot.img, ইত্যাদি।

●☞ এবার Stock Rom থেকে কিছু নির্দিষ্ট File/Folder Porting Rom এ Replace করতে হবে। নিম্নোক্ত File/Folder সমূহ Stock Rom থেকে Porting Rom এ Replace করুন -

system→lib→hw
system→lib→modules
system→etc→firmware
system→etc→permissions
system→usr→keychars
system→usr→keylayout
system→vendor
system→etc→vold.fstab
system→etc→vold.fstab.nand
system→xbin→dexdump
system→xbin→libmnlp
system→xbin→mnld

●☞ এবার Stock Rom এর META-INF→com→google→android এ গিয়ে Updater-Script File টি Root Explorer এর মাধ্যমে Open করুন,তবে Open করার সময় Open In Text Editor Select করতে হবে।

●☞ এবার নিচের এই দুইটি লাইন খুজে বের করুন।

format("ext4", "EMMC", "/dev/block/mmcblk0p3", "0");
mount("ext4", "EMMC", "/dev/block/mmcblk0p3", "/system");

●☞ খুজে বের করে দেখুন আপনার Stock Rom এর Update-Script এ Op3 এর জায়গায় কি লেখা আছে?যে সংখ্যাই লেখা থাকুক না কেন, সেটা মনে রাখুন এবং একই ভাবে Porting Rom এর Update-Script এ গিয়ে শুধু সংখ্যা টি পরিবর্তন করে দিন। যেমন আপনার Stock Rom এর Update-Script এ যদি Op5 থাকে তাহলে Porting Rom এর Update-Script এও Op5 করে দিন।

●☞ এবার Porting Rom এর boot.img টি Delete করুন এবং Stock Rom এর boot.img টি Porting Rom এ Copy করুন। একই ভাবে logo.bin টি ও Stock Rom থেকে Porting Rom এ Copy করুন।

●☞ এবার Porting Rom এর META-INF, system, logo.bin, boot.img এই File গুলা একসাথ.zip করে ফেলুন। .zip করার জন্য ZArchiver ব্যাবহার করুন।

●☞ এবার Porting Rom এর .zip File টি SD Card এ রেখে Recovery Mod এ গিয়ে Flash করুন।

●☞ Rom Flash করা হয়ে গেলে ভালো ভাবে ঘেটে-ঘুটে দেখবেন কোন সমস্যা আছে কি না।

■■■■■■■■■■■■■■■■■■■
কিছু সমস্যা ও তার সমাধান
■■■■■■■■■■■■■■■■■■■

■■■■■■■■■■■■
Camera Bug Fix
■■■■■■■■■■■■

●☞ যদি can't connect to Camera বা force closed লিখা আসে তাহলে নিম্নোক্ত File গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।

system→lib→hw→camera.default.so
system→lib→libcamera_client.so
system→lib→libcameracustom.so
system→lib→libcameraprofile.so
system→lib→libcameraservice.so
system→lib→libmhal.so
system→lib→libmhalcontent.so
system→lib→libmhaldrv.so
system→lib→libmhalmdp.so
system→lib→libmhalpipe.so
system→lib→libmhalscenario.so
system→lib→libmhalutility.so
system→etc→permission
android.hardware.camera.front.xml
system→etc→permission
android.hardware.camera. front.xml
system→etc→permission
android.hardware.camera.front.xml
system→etc→permission
android.hardware.camera.xml

■■■■■■■■■
FM Radio
■■■■■■■■■

●☞ যদি FM Radio কাজ না করে তাহলে নিম্নোক্ত File গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।

system→etc→firmware
mt6620_patch_e3_hdr.bin
mt6620_patch_e6_hdr.bin
system→etc→firmware→WMT.CFG
system→lib→modulesmtk_fm_drv.ko
system→lib→libfmcust.so

■■■■■■■■■■■■
SD Card Bug Fix
■■■■■■■■■■■■

●☞ যদি SD Card Mount না হয় তাহলে নিম্নোক্ত File গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।

system→etc→vold.fstab
system→etc→vold.fstab.nand

■■■■■■■■■
Wi-Fi Bug Fix
■■■■■■■■■

●☞ যদি Wi-Fi কাজ না করে তাহলে নিম্নোক্ত File গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।

●▶ system→lib→modulesmtk_stp_wmt.ko
●▶ system→lib→modulesmtk_wmt_wifi.ko

■■■■■■■■■■■■■
Bluetooth Bug Fix
■■■■■■■■■■■■■

●☞ যদি Bluetooth কাজ না করে তাহলে নিম্নোক্ত File গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।

●▶ system→lib→libbluetooth_mtk.so
●▶ system→lib→libbluetoothem_mtk.so

■■■■■■■■■■
GPS Bug Fix
■■■■■■■■■■

●☞ যদি GPS কাজ না করে তাহলে নিম্নোক্ত File গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।

●▶ system→xbin→libmnlp




●☞ এর পরেও যদি আর কোন সমস্যা থাকে তাহলে GROUP Post করুন।



▥▥▥▥▥▥▥▥▥▥▥
বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন।

➥ অ্যাডভান্সড ক্যাটাগরির কোন কাজ করার আগে
রমের ব্যাকাপ রেখে নিন।

➥ সকল কাজ নিন দায়িত্বে ব্যবহার করবেন। কোন
সমস্যা হলে কিন্তু আমরা দায়ী নই।

➥ Copy-Paste করা থেকে দূরে থাকুন । প্রয়োজনে Share
বা Link দেবার চেষ্টা করুন। তারপরও কপি করলে অবশ্যই
পোষ্টের ক্রেডিটে "Android মিডনাইট " এর নাম উল্লেখ
করবেন।

➥ আপনার Android Experience কে উন্নত ও মজাদার করাই
আমাদের উদ্দেশ্য। ভালো থাকুন।

"Android মিডনাইট " এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

※※※※※※ Enjoy Your Android Journey ※※※※※※