Recovery Mode নিয়ে আলোচনা
Android ইউজাররা প্রায়ই একটা কথা শুনে থাকি, তা হচ্ছে Recovery Mode. রিকোভারী মুড আসলে কি, তা অনেক নতুন Android ব্যবহারকারীই জানে না। যারা জানে না শুধু তাদের জন্যই, Recovery Mode কি? রিকোভারী মুডের কাজ কি বা সুবিধা কি? কি করে Recovery Mode ইনস্টল করতে হয়? ইত্যাদি নিয়ে আজকের এই পোষ্ট। আজকের পোষ্ট থেকে যা জানতে পারবেনঃ-
→ Recovery Mode কি?
→ Recovery Mode এর কাজ বা সুবিধা কি?
→ কত ধরনের Recovery Mode আছে?
→ Recovery Mode Install করার নিয়ম
.
Recovery Mode কি:-
PC (Personal Computer) বা কম্পিউটারে যেমন Bios Setup, ঠিক সেরকমই একটি বিষয় হচ্ছে Android ডিভাইসের Recovery Mode..। প্রতিটি মোবাইল মোবাইল প্রস্তুতকারক কোম্পানি সাধারন মানের একটা Recovery Mode দিয়ে থাকে। তবে মোবাইল প্রস্তুতকারক কোম্পানি হতে যে রিকোভারী মুড দিয়ে, মোবাইলটিকে বাজারজাত করা হয়, সেই রিকোভারী মোড দিয়ে আপনি চাইলেও অনেক কাজই করতে পারবেন না। আর সেই জন্যই Android ব্যবহারকারীরা, তাদের ডিভাইসটিকে অনেকটা বাধ্য হয়েই Root করে। এমনিতেও আমাদের পছন্দের Android ডিভাইসটিকে রুট করার পর, সবচেয়ে প্রথমে যে কাজটি করা জরুরী, তা হচ্ছে Recovery Mode ইন্সটল করা। কারন Recovery Mode ছাড়া Rom এবং Custom Rom Backup নেওয়া সম্ভব নয়। তাছাড়া আপনার Android ডিভাইসটি কখনো ফ্ল্যাশ করার প্রয়োজন হলে, Recovery Mode ছাড়া, Flash দেওয়া সম্ভব নয়। আর এজন্যই রুট করার পর, সর্বপ্রথম প্রথম ও প্রধান কাজ হচ্ছে রিকোভারী মোড ইনস্টল করে নেওয়া। কিন্তু সব মোবাইলে Recovery Mode ইনস্টল করা সহজ ব্যপার নয়।।
.
Recovery Modeএর সুবিধাঃ-
►► Recovery Mode এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছামতো Android ডিভাইসের Boot Logo পরিবর্তন করতে পারবেন Flashable Zip ইনস্টল করে। যা সাধারন যে রিকোভারী মুড ফোন কোম্পানি দিয়ে থাকে তা দিয়ে সম্ভব নয়।
►► মোবাইলের Graphics Quality, Sound Quality বৃদ্ধি করা যায় খুব সহজেই।
►► স্টক রমের ব্যাকাপ নেওয়ার প্রয়োজন হলে, রিকভারী মোড ছাড়া তা সম্ভব না। একইভাবে কাষ্টম রম Install করার জন্যও রিকভারী মুডের প্রয়োজন ।
►► মোবাইল Brick (Soft Brick) করলে, মানে মনে করুন মোবাইলটি Boot করলে, শুধু Logo এসে আটকে রয়েছে, তখন আপনার স্টক রমের Backup করা থাকে, তাহলে খুব সহজেই Recovery Mode এ গিয়ে Stock Rom Backup থেকে Restore করে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। তাই রুট করার পর প্রথম কাজ হচ্ছে Recovery Mode ইনস্টল করা, দ্বিতীয় কাজ হচ্ছে Recovery Mode এ যেয়ে Stock Rom এর Backup নেওয়া।।
.
Recovery Mode এর প্রকারভেদঃ-
সাধারণত ২ ধরনের Recovery Mode দেখা যায়। যেমনঃ- একটি হহচ্ছে CWM (Clock Work Mode)। এবং অন্যটি হচ্ছে TWRP (Team Win Recovery Project)। CWM দিয়ে কাজ করার জন্য Power ও Volume বাটন ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে TWRP দিয়ে Touch করেই কাজ করা যায় এবং CWM থেকে সুবিধাও বেশি। প্রতিটি মোবাইলের জন্যই রিকোভারী ফাইল আলাদা হয়ে থাকে। বেশিরভাগ ব্রান্ডের মোবাইলের Recovery Mode গুগলে সার্চ করলেই পাওয়া যায়। তাছাড়া Android এর জন্য সবচেয়ে বড় Forum, XDA তেও পাওয়া যাবে।।
.
Recovery Mode ইনস্টল করার নিয়মঃ-
প্রায় প্রতিটি মোবাইল কোম্পানির মোবাইলে রিকোভারী ইনস্টল করার নিয়ম আলাদা আলাদা। Samsungএর মোবাইলে Rom Manager দিয়ে রিকোভারী মুড ইনস্টল
করা যায়। তবে বেশিরভাগ মোবাইলই Mobile Uncle Tools দিয়া রিকভারী মোড ইনস্টল করা যায়। কিন্তু এজন্য, আপনার মোবাইলের মডেল অনুযায়ী রিকোভারী মোড ডাউনলোড করে Mobile Uncle Tools দিয়ে ইনস্টল করে নিতে হবে। আবার যদি রিকভারী ফাইল (.img File) আপনার মোবাইলের জন্য না হয়ে থাকে, তাবে আপনার মোবাইলটি Soft Brick করবে, মানে Reboot নেয়ার পর Boot Logo তেই আটকে থাকবে।।
.
যা করনীয়ঃ-
আপনার পছন্দের মোবাইলটিকে রুট করার পূর্বে নিশ্চিত
হয়ে নিন, আপনার মোবাইলের জন্য Recovery Mode আছে কি না? আপনার মমোবাইলের জন্য Recovery Mode আছে কি না জানার জন্য, বিভিন্ন ওয়েব সাইটে ভিজিট করে দেখুন। পুরোপুরি নিশ্চিত না হয়ে রুট করবেন না । কেননা, যদি রিকোভারী মুড ইনস্টল করা না যায়, তাহলে রুট করার পর কোন সমস্যা হলে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন না। কাজেই পুরোপুরি নিশ্চিত না হয়ে কখনই রুট করবেন না। তাই আগে জেনে নেওয়া দরকার, আপনার মোবাইলে
জন্য আসলেই Recovery Mode আছে কি না ???
তো সবাই enjoy করুন.
শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
ধন্যবাদ সবাইকে
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
ধন্যবাদ সবাইকে