কিভাবে ৬০ দিন আগেই facebook এর নাম পরিবর্তন করবেন

Monday, March 21, 2016

কিভাবে ৬০ দিন আগেই facebook এর নাম পরিবর্তন করবেন

আমাকে অনেকেই প্রশ্ন করে কিভাবে facebook এর নাম 60 দিনের আগে পরিবর্তন করবো ?
আবার অনেকেই প্রশ্ন করে আমি অনেকবার নাম পরিবর্তন করছি এখন আর নাম পরিবর্তন করা যাচ্ছে না এখন কি করবো ?
আর এই সমস্যার সমাধান নিয়েই আজকে আমার পোষ্ট।




তো চলুন শুরু করা যাকঃ-

1]- প্রথমে যে id এর নাম পরিবর্তন করতে চান সেটা log in করে নিন.

2]- তারপর এই লিংকে click করুনঃ-  https://web.facebook.com/help/contact/245617802141709

3]- তাহলে নিচের ছবির মত একটি ফরম দেখতে পাইবেন..
4]- এবার ফরমের 1 নং এ আপনার fast name লিখুন এবং 2 নং এ last name লিখুন {{ middle name}} লিখতে হবে না।

5]- তারপর ফরমের 3 নং এ click করুন এবার spelling mistake অথবা legal name change সিলেক্ট করে দিন.

6]- এরপর ফরমের 4নং এ আপনার একটি ভালোমানের selfe আপলোড করে দিন. অবশ্যই selfe টি jpeg ফরমেটের হতে হবে।

7]- এবার সর্বশেষে send এ click করুন..
ব্যাস কাজ শেষ...

পরবর্তী 72 ঘন্টার মধ্যে মার্ক জুকার-বার্গ আপনার নাম পরিবর্তন করে দিবেন..

তো সবাই enjoy করুন... সাথেই থাকুন.

 শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন


ধন্যবাদ সবাইকে