Android মোবাইল দিয়ে নিজেই তৈরী করুন Boot Animation For MTK Device
অনেকেই জানতে চেয়েছেন Boot Animation কিভাবে তৈরী করে। সাধারনত Boot Animation তৈরী করতে PC এর প্রয়োজন হয়। কিন্তু সবার কাছে PC না থাকার কারনে অনেকেই Boot Animation তৈরী করতে পারেনা।
তাই আজ আমি এই Post টি শুধু তাদের জন্য,যাদের PC নেই। অনেক বকবক করলাম। এখন সরাসরি কাজের কথায় আসি।
যা যা প্রয়োজন
Android Rooted Device
Boot Box
Download Link:- bootbox.apk
Root Explorer
Download Link:- root xplorer
CPU Z
Download Link:-cpu-z.apk
Boot Animation তৈরী করার নিয়ম:-
●☞ Boot Box টি Download করে Install করুন। Install করার পর Open করুন।
●☞ Open করার পর একটি Pop-Up Window আসবে। সেখানে কিছু Resolution দেওয়া থাকবে। এখন সেখান থেকে আপনার মোবাইলের Resolution টি বেছে নিন।
●☞ Resolution দেওয়ার পর আরেকটি Pop-Up Window আসবে। সেখানে লেখা থাকবে "Boot Animation Location" । Next এ Click করুন।
●☞ এখন Extra Settings নামে আরও একটি Pop-Up Window আসবে। Finish এ Click করুন।
●☞ Finish এ Click করার পর একটি নতুন Window আসবে এবং তার সাথে সাথে Root Permission চাইবে। Root Permission চাইলে Grant করুন।
●☞ এখন নতুন Window থেকে Option Button এ Click করুন। কিছু Option আসবে। সেই Option গুলা থেকে Boot Box Factory তে Click করুন।
●☞ Boot Box Factory তে Click করার পর একটি Window আসবে। সেখান থেকে Slideshow Wizard এ Click করুন।
●☞ Slideshow Wizard এ Click করার পর আরও একটি Window আসবে। এখন Seconds Per Picture এ Click করুন। এতে করে Boot Animation দেওয়া ছবি গুলা কতক্ষন পরপর View হবে তা নির্ধারন করতে পারবেন।
●☞ এখন Add Image To The Slideshow তে Click করুন। এবার Boot Animation এ যেই ছবিটি দিতে চান, Gallery থেকে সেটা Select করুন এবং Crop করুন। Save এ Click করুন।
●☞ এবার Add another image to slideshow তে Click করুন। এতে করে Boot Animation এ আরও কিছু নতুন Photo একই ভাবে যোগ করতে পারবেন।
●☞ Photo যোগ করা হয়ে গেলে Build and Preview তে Click করুন। একটি Pop-Up আসবে। সেখানে Animation ফাইলটিকে Rename করতে বলবে। এখন Rename করে Build এ Click করুন। এই ফাইলটি আপনার SD Card এর Boot Box>Factory তে Save হবে।
Boot Animation যেভাবে পরিবর্তন করবেন
●☞ Root Explorer টি Download করে Install করুন। Install করার পর Open করে mountR/O থেকে mount R/W করে দিন।
●☞ এখন System Folder এ প্রবেশ করে media Folder এ Click করুন।সেখানেStock
bootanimation ফাইলটি থাকবে। সেটা Delete করে ফেলুন। তবে Delete করার আগে খেয়াল রাখবেন ফাইলটি কি নামে Save করা ছিল।
●☞ এখন BootBox>Factory থেকে আপনার bootanimation টি Copy করে System>media ফোল্ডারে Paste করুন।
●☞ নিচের মত করে Permission গুলা Set করে দিন। Permission Set করুন rw-r-r-- করুন এভাবেঃ-
[×] [×] [ ]
[×] [ ] [ ]
[×] [ ] [ ]
[×] চিহ্নগুলোতে টিক দিবেন এবং [ ] চিহ্নগুলোতে টিক দিবেন না।
●☞ কাজ শেষ। এবার সবশেষে ফোন রিস্টার্ট করুন.
enjoy করুন আর আমাদের সাথেই থাকুন.
শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
ধন্যবাদ সবাইকে