সহজেই MTK-6572 Custom Rom এর Camera Bugs Problem দুর করুন

Monday, April 4, 2016

সহজেই MTK-6572 Custom Rom এর Camera Bugs Problem দুর করুন

MTK-6572 এর Device গুলোতে Custom Rom Use করলে Camera তে তেমন কোন মজা পাওয়া যায়না। কারন Custom Rom Flash করলে Camera তে Bugs Problem হয়। অনেকে জানতেও চেয়েছে যে কিভাবে Camera এর Bugs Problem দুর করা যায়।



●☞ অবশেষে অনেক চেষ্টার পরে এই সমস্যার সমাধান বের করেছি। আশা করি আপনারাও সফল হবেন।

●☞ তবে এটা শুধু MTK-6572 User দের জন্য। অন্যরা কেও চেষ্টা করলে Camera নাও চলতে পারে।

যা যা দরকারঃ-
1- root xplorer pro.apk
2- zip file link:-  http://adf.ly/1Z5FJi
3-  আর একটু সময়

কাজের ধাপঃ-

●☞ প্রথমে উপর থেকে File টি টি Download করুন। তারপর Extract করুন।Extract করার পর ২টি Folder পাবেন। "lib" এবং "hw" ।



●☞ এবার Root Explorer Open করে root→system→lib→hw Folder এ প্রবেশ করুন।



●☞ এবার Extract করা Folder গুলা থেকে "hw" Folder টি Open করুন এবং তার বিতরে থাকা "camera.default.so" File টি Move/Copy করে root→system→lib→hw Folder এ Paste করুন। Warning দেখালে Yes চাপুন এবং Permission Set করে rw-r--r-- করে দিন।


 ●☞ একই ভাবে "lib" Folder এর File গুলা Move/Copy করে root→system→lib Folder এ Paste করুন। Warning দেখালে Yes চাপুন এবং Permission Set করে rw-r--r-- করে দিন।

 ●☞ ব্যাস কাজ শেষ। এবার Mobile Reboot করুন।
 আশা করি সমস্যাটা ঠিক হয়ে যাবে.

তো সবাই enjoy করুন.
 শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন


ধন্যবাদ সবাইকে