TWRP Recovery Create করুন সহজেই
1] যারা Google এ খুজা-খুজি করেও Android Mobile এর জন্য Custom Recovery
খুজে পাচ্ছেন না বা শত চেষ্টার পরেও CWM Recovery বানাতে ব্যার্থ হয়েছেন,
তাদের জন্য আজকের এই Post । আজকের এই Post এর মাধ্যমে আপনারা খুব সহজেই
আপনার Root Android Device টির জন্য TWRP Recovery তৈরী করতে পারবেন।
2] TWRP Recovery টা একদম CWM Recovery এরমতই। কিন্তু TWRP Recovery তে Button দিয়ে কাজ করতে হয় না। Touch করে কাজ করতে হয়।
তাহলে চলুন কাজের কথায় চলে যাই।
যা যা লাগবে:-
1}Android Rooted Device
2}PC বা Laptop
3}ADB Driver - http://adbdriver.com/downloads/
4}TWRP Installer For Jelly Bean - https://goo.gl/N0Cchm
5}TWRP Installer For KitKat - https://goo.gl/QtrfMO
কাজের ধাপ
1] আপনার Android Device টির Settings থেকে Developer Option এ গিয়ে USB debugging টি On করে দিন।
2] যে Zip File টি Download করছেন তা Extract করুন Winzip দিয়ে। তারপর
TWRP Setup.exe টি Run করুন। একট Pop-Up Window আসবে। এবার Next Button এ
Click করুন।
3] এবার নতুন একটি Pop-Up Window আসবে। এরপর Yes Button এ Click করুন।
4] এবার একটি নতুন Window তে দুটি Option আসবে। Start Easy Magic twrp টি Select করে Ok করুন।
5] নতুন Window টি Open হলে Yes Button এ Click করুন।
6] এখন আপনার Device টি On অবস্থায় Connect করুন PC তে এবং Pop- Up Window এর OK Button এ Click করুন।
7] এবার No দিন। দেখবেন Loading হচ্ছে।
8] এসব কাজ করার সময় Device টিতে Root Permission চাইলে দিয়ে দিবেন।
9] Successful হলে Device টি Off করে Power Button (+) Volume Up/Down চাপ দিয়ে ধরলেই চলে আসবে TWRP Recovery।
ব্যাস কাজ শেষ। এখন ইচ্ছেমত Android Device টি Customized করুন।
Note - Stock Rom অবশ্যই সংগ্রহ করে রাখবেন। যাতে করে পরবর্তীতে কোন সমস্যায় পরলে Firmware Flash করতে পারেন।.
Advanced Category এর কাজ অবশ্যই নিজ দায়িত্বে করবেন।
admin :- ashiq
so enjoy this tricks