নিজেই তৈরি করুন ClockWorkMod (MTK Only)
যারা অনেক খোঁজার পরও তাদের MediaTek ডিভাইসের জন্য কাষ্টম রিকভরি পায় নি, তাদের জন্য এই পোষ্টটি। অবশ্যই আপনার ডিভাইসটি Rooted হতে হবে। পরবর্তীতে Unrooted ডিভাইসের জন্যও দেয়া হবে। এবার তাহলে শুরু করা যাক।.
যা যা লাগবে
➽ PC/Laptop
➽ Rooted MTK Device
➽ MTK Drivers:- mtk driver
➽ MtkDroidTools V2.5.3:- mtkdroidtools
➽ Original Stock Rom
(ফোনের মডেল অনুযায়ী নেট থেকে নামাতে হবে)
➽ Winrar/7zip (For PC)
(গুগল থেকে নামিয়ে নিন)
.
কাজের ধাপ
➥ ধাপ-(১): তারপর আপনার ফোনের Settings>Developers Option>USB Debugging এ টিক দিন।
(নোটঃ- Developers Option Hide করা থাকলে Settings>About Phone>Built Number এ পাঁচ-আটবার টাচ করলেই পাবেন)।
➥ ধাপ-(২): এবার আপনার ফোনের Original Stock রমটি Winrar দিয়ে Extract করুন। Extract করলে সেখানে থাকা boot.img টি আলাদা ফোল্ডারে কপি করে রাখুন।
➥ ধাপ-(৩): এবার MTK Droid Tools চালু করুন।
.➥ ধাপ-(৪): এরপর আপনার ডিভাইসটিকে USB Cable এর মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন, এবং Connected as Midea Device (MPT) সিলেক্ট করুন। তাহলে MTK Droid Tools আপনার ডিভাইসকে সনাক্ত করবে আর ডিভাইসের বিস্তারিত দেখাবে। তারপরও যদি না দেখায়, MTK Droid Tool থেকে ADB terminal ক্লিক করুন এবং নতুন Window এলে সেখানে adb devices লিখে Enter চাপুন। এরপরও যদি কোনও ডিভাইস সনাক্ত করতে না পারে, তাহলে আপনাকে অবশ্যই পিসিতে Mtk Drivers Install করতে হবে।
➥ ধাপ-(৫): এবার root, backup, recovery ট্যাব খুলুন এবং "To choose the boot.img file" এ ক্লিক করুন।
.➥ ধাপ-(৬): এরপরে "Recovery and Boot" ক্লিক করুন এবং আপনি Original Stock Rom Extract করে যে boot.img আলাদা করে রেখেছিলেন Select করে Open করুন।
➥ ধাপ-(৭): নতুন একটা Pop-Up Window আসবে এরকম "To make CWM recovery Automatically?"
সেখানে "YES" ক্লিক করুন। তাহলে CWM Creating Process শুরু হবে এবং কিছুক্ষণ পরেই দেখবেন Task Complete দেখাচ্ছে।
➥ ধাপ-(৮): এবার MTKdroidTools ফোল্ডারে Open করুন, সেখানে recovery নামের নতুন একটা ফোল্ডার দেখতে পাবেন। তার ভিতরে দেখবেন ২টি ফাইল আছে। একটি Boot.img এবং অন্যটি Recovery... আর এই recovery ফাইলটিই আপনার ফোনের জন্য তৈরি ClockWorkMod.
➥ ধাপ-(৯): কাজ শেষ। এবার Recovery ফাইলটি পিসি থেকে ফোনে কপি করে এনে Flashify বা MobileUncle Tools দিয়ে ফ্লাশ করে আপনার তৈরিকৃত CWM ব্যবহার করুন।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা puffin or Default Browser ব্যবহার করুন।
৩-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।
শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন