Dolby Atom দিয়ে বাড়িয়ে নিন android ডিভাইস এর Sound Quality

Saturday, February 27, 2016

Dolby Atom দিয়ে বাড়িয়ে নিন android ডিভাইস এর Sound Quality

আমাদের অনেকের ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক কম। সাউন্ড ফুল দিয়েও মনের মতো হয় না অনেক সময়। অনেকেই Viper4Android Use করে এর সমাধান করলেও, সবার সেটে Viper4Android অনেক সময় কাজ করে না। তবে এবার সবার জন্য সুখবর যে, Dolby Atom দিয়ে এবার মজা করে সাউন্ড কোয়ালিটি বাড়াতে পারবেন। এবার কাজের কথায় আসা যাক।
.
যা যা প্রয়োজনঃ
→ Rooted Android Device
→ Custom Recovery (CWM/TWRP etc)
→ Digital Dolby Atom:- dolby atom



 ✿ কাজের ধাপঃ
● ধাপ-(১): প্রথমে Dolby Atom এর zip ফাইলটি ডাউনলোড করে নিন। zip ফাইলটি Extract করবেন না আবার।
.
● ধাপ-(২): এবার আপনার ডিভাইসটি বন্ধ করে, Custom Recovery Mode এ যান।
.
● ধাপ-(৩): এরপর Install বা Install zip গিয়ে Dolby Atom এর zip ফাইলটি Flash করুন।
.
● ধাপ-(৪): Flash Complete হলে, ফোন রিবুট করে Dolby Atom Open করে Dolby Atom এর Switch On করুন।
.
● ধাপ-(৫): এবার Dolby তে ইচ্ছেমতো Setting করে, মজা করে গান শুনুন বা গেম খেলুন।
 ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-লিঙ্ক ওপেন হলে "download now" Option এ ১-২ বার ক্লিক করুন। নিচের ছবির মত মার্ক করা স্হানে

 ৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা puffin or Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।

  শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন

সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন