SrSRoot দিয়ে রুট ও আনরুন করবেন যেভাবে
কিভাবে SrSRoot - Android Root One Click Tools দিয়ে Android Devices রুট ও আনরুট করতে হয় তা নিয়েই আজকের এই পোষ্ট।
যা যা প্রয়োজনঃ
(১). PC বা Laptop
(২). আপনার ফোনের DRivers মডেল অনুযায়ী download করে নিন নেট থেকে
(৩). SRSRoot অ্যাপ -> SRSRoot apps
(৪). USB Cable ও
(৫). Internet Connection
.
যেভাবে রুট করবেনঃ
ধাপঃ-(১): প্রথমে SrSRoot ডাউনলোড করে পিসিতে Install করে নিন। আর আপনার ফোন থেকে Settings>Unknown sources (ON) করে দিন এবং Settings>Development options>USB debugging চালু করে দিন।
ধাপঃ-(২): এবার পিসিতে ইন্টারনেট কানেকশন চালু করুন। (Internet ছাড়া SrSRoot ঠিকমতো কাজ করবে না।)
ধাপঃ-(৩): এরপরে নেট কানেক্টেড অবস্থায় SRSRoot চালু করুন।
ধাপঃ-(৪): তারপর আপনার ডিভাইসটিকে USB Cable দিয়ে পিসির সাথে Connect করুন এবং Wait করুন যতক্ষণ না ফোনের প্রয়োজনীয় ড্রাইভার পিসিতে ইনস্টল হয়।
ধাপঃ-(৫): ড্রাইভার ইনস্টল হয়ে গেলে SRSRoot থেকে বাম পাশে থাকা "Root Device (Permanently) তে ক্লিক করুন এবং Wait করুন যতক্ষণ না কাজ শেষ হয়।
ধাপঃ-(৬): কাজ Complete/Finished হলে, ফোন পিসি থেকে DisConnect করে রিবুট করুন। App মেনুতে SuperUser/SuperSU নামে অ্যাপ দেখল বুঝবেন সঠিকভাবে রুট হয়েছে। এছাড়া Root Checker দিয়েও টেষ্ট করতে পারেন।
যেভাবে আনরুট করবেনঃ
ধাপঃ-(১): আগের মতো করে আপনার ডিভাইসটিকে USB Cable দিয়ে পিসির সাথে Connect করুন।
ধাপঃ-(২): এরপর SRSRoot থেকে বাম পাশে থাকা "UnRoot Device" এ ক্লিক করুন এবং Wait করুন যতক্ষণ না কাজ শেষ হয়।
ধাপঃ-(৩): কাজ Complete হলে, ফোন পিসি থেকে DisConnect করে রিবুট করুন। ব্যস ডিভাইস আবার UnRoot হয়ে যাবে।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-লিঙ্ক ওপেন হলে "download now" Option এ ১-২ বার ক্লিক করুন। নিচের ছবির মত মার্ক করা স্হানে
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা puffin or Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।
শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন