Framaroot দিয়ে খুব সহজে android ডিভাইস রুট এবং আনরুট করে নিন

Friday, February 26, 2016

Framaroot দিয়ে রুট এবং আনরুট করে নিন

 রুট করার apps এর মধ্যে সব চেয়ে সহজে root করার এপ্স হচ্ছে এই framaroot apps টি

যা যা দরকার

1-Android version 2.1-4.2.2
2-Framaroot apps
link-1= Framaroot.apk
link-2= framaroot.apk




কিভাবে রুট করবেন


১)-প্রথমে Framaroot apps টি উপরের লিংক থেকে ডাউনলোড করে Install করে নিন।
২)-তারপর Framaroot অ্যাপটি Open করুন।
৩)-তারপর Select An Option To Execute After Root অপশন দেখতে পাবেন। সেখান থেকে SuperSu সিলেক্ট করুন।
৪)-তারপর Select An Exploit Option In List Above To Potentiality Root Your Device লেখার নিচে থেকে Boromir এ ক্লিক করুন।
[[নোট:- ডিভাইস ভেঁদে Boromir লিখা নাও থাকতে পারে„ নিচের মতোও থাকতে পারে]]
-Sam (affect Exynos devices only)
-Gandalf (affect Qualcomm devices only)
-Boromir (affect Mediatek devices only)
-Pippin (affect K3V2 devices only)
-Gollum (affect AMLogic devices only)
-Faramir (affect Mediatek devices only)
-Barahir (affect Mediatek devices only)
-Frodo (affect Exynos devices only)
-Gimli (affect Omap36XX devices only)
-Merry (affect Exynos devices only)
-Aragorn (affect Samsung devices only)
-Legolas (affect Samsung devices only)
৫)-তারপর দেখবেন, Exploit Result দেখাচ্ছে এরকমঃ-
Success :- SuperSu and Su Binary Installed. You have to Reboot your Device..
এটা দেখালে Ok তে ক্লিক করুন।
৬)-এবার আপনার ডিভাইসটি Automatic Restart হবে। (Ok তে ক্লিক করার পর যদি, Automatic Restart না হয়, তাহলে আপনি নিজেই ফোনটিকে Restart
করুন।
৭)-ব্যাস কাজ শেষ। এরপর থেকে আপনার ফোনটি Rooted.

রুট হয়েছে কিনা নিশ্চিত হতে:-
আপনার ফোনটি আসলেই Rooted হয়েছে কিনা, নিশ্চিত হবার জন্য, Application Menu তে গিয়ে দেখুন, SuperSu নামে কোন Application Install হয়েছে কিনা, হলে Rooted... তারপরও মনে খুঁত-খুঁতানি থাকলে Root Checker Pro অ্যাপটি দিয়ে নিশ্চিত হতে পারেন।

Unroot করার পদ্বতীঃ

১)-রুট করার মতোই এ Select An Option To Execute After Root অপশন থেকে Unroot সিলেক্ট করুন।
২)-Select An Exploit Option In List Above To Potentiality Root Your Device লেখার নিচে থেকে Boromir এ ক্লিক করুন।
৩)-Exploit Result দেখালে, Ok করুন।
৪)-আপনার ডিভাইসটি Automatic Restart হবে। (Ok তে ক্লিক করার পর যদি, Automatic Restart না হয়, তাহলে আপনি নিজেই ফোনটিকে Restart
করুন।
৫)-ব্যাস কাজ শেষ। এরপর থেকে আপনার ফোনটি আবার আগের মতো Unroot হয়ে যাবে।।

সতর্কীকরণঃ
Framaroot দিয়ে PC ছাড়া মোবাইল রুট করার অনেক ভাল একটা Application হলেও, অনেকেররই মোবাইলে Framaroot দিয়ে প্রথমবার Root করে আবার Unroot
করলে, তারপরের বার আবার Framaroot দিয়ে ওই মোবাইল রুট করা যায় না। তখন অন্য Application বা PC (Personal Computer) দিয়ে রুট করতে হবে।

 ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-লিঙ্ক ওপেন হলে "download now" Option এ ১-২ বার ক্লিক করুন। নিচের ছবির মত মার্ক করা স্হানে





৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা puffin or Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।

 শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন