KingRoot দিয়ে সহজেই রুট করে নিন
কিভাবে KingRoot Android Root One Click Tools দিয়ে Android Devices রুট করতে হয় তা নিয়েই আজকের এই পোষ্ট।
.
যা যা প্রয়োজনঃ
MTK Device
KingRoot Application :- kingroot.apk
যেভাবে রুট করবেনঃ
ধাপ-(১): প্রথমে ফোনের Settings>Developers Option>USB Debugging এ টিক দিন।
নোটঃ- Developers Option Hide করা থাকলে Settings>About Phone>Built Number এ পাঁচ-আটবার টাচ করলেই পাবেন।
ধাপ-(২): এবার KingRoot ডাউনলোড করে Install করে Open করুন।
ধাপ-(৩): একটু Wait করুন, তারপর Green বা সবুজ "Root" লেখা গোলাকার স্থানে Click করুন।
ধাপ-(৪): কিছুক্ষন অপেক্ষা করুন Root Success দেখাবে। ব্যস কাজ শেষ, এবার ডিভাইসটি Restart করুন!
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-লিঙ্ক ওপেন হলে "download" Option এ ১-২ বার ক্লিক করুন। নিচের ছবির মত মার্ক করা স্হানে
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।
শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন
সবাইকে ধন্যবাদ