KingRoot দিয়ে সহজেই রুট করে নিন android ডিভাইস

Thursday, February 25, 2016
KingRoot দিয়ে সহজেই রুট করে নিন 

কিভাবে KingRoot Android Root One Click Tools দিয়ে Android Devices রুট করতে হয় তা নিয়েই আজকের এই পোষ্ট।
.
যা যা প্রয়োজনঃ

MTK Device
KingRoot Application :-   kingroot.apk




যেভাবে রুট করবেনঃ
ধাপ-(১): প্রথমে ফোনের Settings>Developers Option>USB Debugging এ টিক দিন।
নোটঃ- Developers Option Hide করা থাকলে Settings>About Phone>Built Number এ পাঁচ-আটবার টাচ করলেই পাবেন।
ধাপ-(২): এবার KingRoot ডাউনলোড করে Install করে Open করুন।
ধাপ-(৩): একটু Wait করুন, তারপর Green বা সবুজ "Root" লেখা গোলাকার স্থানে Click করুন।
ধাপ-(৪): কিছুক্ষন অপেক্ষা করুন Root Success দেখাবে। ব্যস কাজ শেষ, এবার ডিভাইসটি Restart করুন!
















 ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-লিঙ্ক ওপেন হলে "download" Option এ ১-২ বার ক্লিক করুন। নিচের ছবির মত মার্ক করা স্হানে












৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।

 শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন


সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন

সবাইকে ধন্যবাদ