iRoot দিয়ে সহজেই রুট করে নিন android ডিভাইস (mobile version)

Thursday, February 25, 2016
iRoot দিয়ে সহজেই রুট করে নিন(mobile version)


কিভাবে iRoot Android Root One Click Tools দিয়ে Android Devices রুট করতে হয় তা নিয়েই আজকের এই পোষ্ট।
.

যা যা প্রয়োজন

➽ Android Version 2.2-4.0 or Higher
➽ iRoot.Apk iroot.apk




কিভাবে রুট করবেন

ধাপ-(১): প্রথমে iRoot.apk ডাউনলোড করে ইন্সটল করুন।
ধাপ-(২): এবার ফোনের Settings>Developers Option>USB Debugging এ টিক দিন।
(**নোটঃ- Developers Option Hide করা থাকলে Settings>About Phone>Built Number এ পাঁচ-আটবার টাচ করলেই পাবেন)
ধাপ-(৩): এবার আপনার মোবাইলের Data Connection অথবা WiFi On করুন।
(মনে রাখবেন যেঃ- Note: Internet ছাড়া এটা কাজ করবে না। তবে চিন্তা করবেন না, মাত্র 2-3MB লাগবে এই কাজের জন্য।)
ধাপ-(৪): এরপর iRoot Open করে "Start Root" ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন। তাহলে Success মেসেজ দেখতে পারবেন। অর্থাৎ আপনার ফোন Root হয়ে গেছে।
ধাপ-(৫): কাজ শেষ, এখন আপনার ডিভাইসটি Reboot করুন। Reboot শেষে App মেনুতে China SuperSU দেখতে পাবেন।
.আপনি চাইলে China SuperSU পরিবর্তন করতে পারেন। এজন্য যা করতে হবেঃ
1-ইংলিশ SuperSU ডাউনলোড করে, ইন্সটল করে ফোন রিস্টার্ট
দিন।
2-এরপর Link2SD এর মাধ্যমে ইংলিশ SuperSU টাকে সিস্টেম অ্যাপ বানিয়ে নিন।
3-এবার Chines SuperSU টা Uninstall করে দিন। ব্যাস কাজ শেষ আপনার।

ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ


১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-লিঙ্ক ওপেন হলে "download now" Option এ ১-২ বার ক্লিক করুন। নিচের ছবির মত মার্ক করা স্হানে

৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।

 শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন

 ধন্যবাদ সবাইকে