Root Genius দিয়ে android ডিভাইস রুট করুন সহজেই {for pc}

Saturday, February 27, 2016

Root Genius দিয়ে রুট করুন সহজেই

যা যা প্রয়োজন
→ PC/Laptop
→ Root Genius Application:-  root-genius

কাজের ধাপ
●► প্রথমে আপনার ফোনের USB Driver ডাউনলোড করে কম্পিউটারে Install করুন।
●► এবার ফোনের Settings>Developers Option>USB Debugging এ টিক দিন।
(নোটঃ- Developers Option Hide করা থাকলে Settings>About Phone>Built Number এ পাঁচ-আটবার টাচ করলেই পাবেন)
●► এবার Root Genius অ্যাপ্সটি ডাউনলোড করে পিসিতে Install করুন।
●► তারপর পিসির সাথে আপনার ডিভাইসটিকে USB Cable এর মাধ্যমে কানেক্ট করে Root Genius অ্যাপ্সটি চালু করুন।
●► পিসির সাথে আপনার ফোন কানেক্ট হলে, Root Genius অ্যাপ্সটি Automatically আপনার ডিভাইসকে Detect করে নিবে।
●► এবার Root Genius থেকে "Root It” এ ক্লিক করুন। তাহলে Rooting Process শুরু হবে এবং কয়েক মিনিটের মধ্যে আপনার ফোনটি Root হয়ে যাবে।
**রুট হয়েছে কিনা দেখার জন্য, Applications Menu তে গিয়ে দেখুন KingUser নামে কোন অ্যাপ আছে কিনা, থাকলে আপনার ফোন রুটেড।
**এছাড়া Root Checker Application এর মাধ্যমেও দেখতে পারেন, রুট হয়েছে কিনা।


 ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-লিঙ্ক ওপেন হলে "download now" Option এ ১-২ বার ক্লিক করুন। নিচের ছবির মত মার্ক করা স্হানে
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা puffin or Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।

 শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন

সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন