Kingo দিয়ে সহজেই রুট করে নিন
কিভাবে Kingo Android Root One Click Tools দিয়ে Android Devices রুট করতে হয় তা নিয়েই আজকের এই পোষ্ট।.
যা যা প্রয়োজন
➽ PC/Laptop
➽ Kingo Root:- kingo-root
কিভাবে রুট করবেন
●► ধাপ-১: উপরের লিংক থেকে Kingo অ্যাপ্সটি ডাউনলোড করে আপনার ল্যাপটপ বা পিসিতে Install করুন।
●► ধাপ-২: Install Complete হলে অ্যাপ্সটি Run বা চালু করুন এবং USB Cable দিয়ে আপনার ডিভাইসটিকে পিসির সাথে কানেক্ট করুন। তাহলে অ্যাপ্সটি আপনার পিসি বা ল্যাপটপে Latest Drivers Install করে নিবে, এজন্য কিছুটা সময় নিবে।
●► ধাপ-৩: Driver Install Complete হয়ে গেলে, আপনি আপনার ডিভাইসের নাম সহ নতুন একটি Screen দেখতে পাবেন এবং সেখানে থাকা "Root" বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনের Rooting Process শুরু হবে।
●► ধাপ-৪: কিছু সময়ের মধ্যেই রুটিং প্রসেস শেষ হবে এবং আপনি স্ক্রীনে “Root Succeeded” ম্যাসেজ দেখতে পাবেন।
●► ধাপ-৫: এবার পিসি থেকে ফোন ডিসকানেক্ট করে রিবুট করুন। ব্যস কাজ শেষ।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-তারপর download for windows এ click করুন
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা puffin or Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।
শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন