MediaTek (MTK) ডিভাইসে Firmware Flash করার নিয়ম

Tuesday, June 14, 2016
MediaTek (MTK) ডিভাইসে Firmware Flash করার নিয়ম





কোন কারনে আমাদের Android ডিভাইসটি সফট ব্রিক
করলে আমরা কাষ্টম রিকভরির সাহায্যে তা সহজেই
ঠিক করতে পারি। কিন্তু হার্ড ব্রিক করলে বা স্টক রমের
ব্যাকাপ না থাকলে অথবা কাষ্টম রিকভরি ইনস্টল করা
না থাকলে ফোন Flash করার প্রয়োজন হয়। চলুন আজ
দেখে নিই কিভাবে Smart Phone Flash Tool বা SP Flash
Tool দিয়ে মিডিয়াটেকের ডিভাইস ফ্লাশ বা Firmware
Upgrade বা Flash করতে হয়।
.
═══════════
✿ যা যা প্রয়োজনঃ
═══════════
➤ ডেক্সটপ বা ল্যাপটপ
➤ Adb VCom Driver
➤ SP Flash Tool
➤ Firmware/Stock Rom

═══════════
✿✿ কাজের ধাপঃ
═══════════
➥► ধাপ-(১): প্রথমে আপনার ফোনের ড্রাইভার পিসিতে
ইনস্টল করে নিন।
.
➥► ধাপ-(২): এবার আপনার কাছে থাকা Flash Tools
ফোল্ডার Open করুন এবং Flash Tool.exe নামে ফাইলটি
চালু করুন।
.
➥► ধাপ-(৩): নতুন উইন্ডো আসবে, সেখান থেকে
“Download Agent” বাটনে ক্লিক করুন এবং Flash Tool
ফোল্ডার থেকে “MTK_AllInOne_DA.bin” নামের ফাইলটি
সিলেক্ট করে Open করুন।
.
➥► ধাপ-(৪): এরপর “Scatter Loading” বাটনে ক্লিক করুন
এবং ফার্মওয়ারের Software ফোল্ডার থেকে
“MT65xx_Android_scatter_emmc” ফাইলটি ক্লিক করে
Open করুন।
.
➥► ধাপ-(৫): তারপর “Firmware Upgrade” সিলেক্ট করুন।
.
➥► ধাপ-(৬): এবার মোবাইলটি বন্ধ করে ফেলুন এবং
একটি ভাইব্রেশনের জন্য অপেক্ষা করুন। ভাইব্রেশন
হলেই বুঝবেন, আপনার ডিভাইস সম্পুর্নভাবে বন্ধ।
.
➥► ধাপ-(৭): এরপর “Download” এ ক্লিক করুন।
.
➥► ধাপ-(৮): এখন আপনার মোবাইলটিকে বন্ধ থাকা
অবস্থায় USB কেবলের সাথে সংযুক্ত করুন এবং সাথে
সাথে দেখবেন হলুদ/লাল/নীল রঙের বার যাচ্ছে এবং
ফার্মওয়ার ইন্সটল হচ্ছে।
**নোট:
ফোনের ব্যাটারি খুলে নিবেন। তবে কিছু কিছু ফোনে
ব্যাটারি লাগিয়েই কানেক্ট করতে হয়।
.
➥► ধাপ-(৬): প্রসেসটি শেষ হলে, সবুজ গোল চিহ্ন
আসবে। ব্যস কাজ শেষ। এবার এটা কেটে দিয়ে আপনার
ডিভাইসটি চালু করুন।
.
.
━━━━━━━━━━
✿ বিশেষ দ্রষ্টব্যঃ
━━━━━━━━━━
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন।
➥ কাজটি করার সময় বিদ্যুৎ চলে গেলে বা পিসি বন্ধ
হয়ে গেলে পুনরায় প্রথম থেকে কাজটি করতে হবে।
➥ ফ্লাশ করলে, আপনার ফোনটি Full Fresh হয়ে যাবে।
➥ কোথায়ও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানান।