Rom Backup ও Restore করবেন যেভাবে

Tuesday, June 14, 2016

=====================================
★★Rom Backup ও Restore করবেন
যেভাবে★★
=====================================
:
অনেকে নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই
জানেন না,
Root, Custom Recovery Install করার পরে,
কিভাবে
Custom Recovery (TWRP/CWM) এর মাধ্যমে Rom
এর
Backup নিতে এবং কিভাবে Restore করতে হয়?
চলুন
তাহলে জেনে নিই, কিভাবে রমের ব্যাকাপ ও
রিস্টোর
করতে হয়।
:
==========================
★Rom Backup করবেন যেভাবেঃ★
==========================
===============================
>>TWRP এর মাধ্যমে Backup করার নিয়ম
===============================
:
►প্রথমে মোবাইল বন্ধ করে Power ও Volume
Down(-)
অথবা Power ও Volume Up(+) বাটন চেপে ধরে
Recovery
Mode যান।
:
[[নোটঃ- কোম্পানি ও মডেল ভেদে এই নিয়ম
ভিন্ন হতে
পারে। আপনার মোবাইলে যদি এই প্রক্রিয়া কাজ না
করে, তাহলে মডেল সহ গুগলে সার্চ করে
জেনে নিন কি
করে ঢুকবেন।]]
:
►TWRP ঢোকার পরে Backup এ ক্লিক করুনন।
আপনার
কাছে জানতে চাইবে আপনি কি কি ব্যাকাপ করতে
চান। সেখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো
মার্ক
করবেন। আপনাকে Boot, System, Data এই
জিনিসগুলো
অবশ্যই মার্ক করতে হবে।
:
►তারপর আপনি নিচে যেখানে Swipe করতে বলা
আছে,
সেখানে Swipe করুন। দেখবেন, রমের ব্যাকাপ
শুরু হয়েছে।
ব্যাকাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা
করুন।
ব্যাকাপ এর কাজ শেষ হলে ফোন রিবুট করুন।
:
===============================
>>CWM এর মাধ্যমে Backup করার নিয়ম
===============================
:
►প্রথমে মোবাইল বন্ধ করে Power ও Volume
Down(-)
অথবা Power ও Volume Up(+) বাটন চেপে ধরে
Recovery
Mode যান।
[[নোটঃ- কোম্পানি ও মডেল ভেদে এই নিয়ম
ভিন্ন হতে
পারে। আপনার মোবাইলে যদি এই প্রক্রিয়া কাজ না
করে, তাহলে মডেল সহ গুগলে সার্চ করে
জেনে নিন কি
করে ঢুকবেন।]]
:
►CWM ঢুকে, Volume Up/Down বাটন চেপে
Backup and
Restore এ যান।
:
►সেখান থেকে Power বাটনের সাহায্যে Backup
সিলেক্ট করুন। তাহলেই আপনার রম ব্যাকাপ শুরু
হবে।
ব্যাকাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা
করুন।
শেষ হয়ে গেলে ফোন রিবুট করুন।
:
[[নোটঃ- Rom Backup রাখা হয়ে গেলে, আপনি
মেমোরি
কার্ডে নতুন একটি ফোল্ডার পাবেন, যেখানে এই
ব্যাকাপ ফাইল রয়েছে। আপনি চাইলে পরবর্তী
সুবিধার
জন্য এটি কপি বা কাট করে রাখতে পারেন। তবে
এই
ফোল্ডারের কোনও Rename বা পরিবর্তন
করবেন না।
সবসময় যেভাবে মেমোরিতে আছে
সেভাবেই রাখবেন।]]
:
====================================
★Backup করা Rom Restore করবেন যেভাবেঃ★
====================================
===============================
>>TWRP এর মাধ্যমে Backup করার নিয়ম
===============================
:
►আগের মতো করেই TWRP Recovery তে
প্রবেশ করুন।
:
►এরপর Restoreএ ক্লিক করুন। তাহলে আপনার
পূর্বের
Backup রাখা রমের ফোল্ডারটি দেখাবে।
:
►সেটা সিলেক্ট করে, কাজ শেষ হওয়া পর্যন্ত
অপেক্ষা
করুন। Restore এর কাজ শেষ হলে ফোন রিবুট
করুন।
:
===============================
>>CWM এর মাধ্যমে Restore করার নিয়ম
===============================
:
►আগের মতো করে CWM Recovery তে
প্রবেশ করুন।
:
►এবার Volume Up/Down বাটন চেপে Backup And
Restore
এ যান।
:
►সেখান থেকে Restore এ যান। সেখানে আপনি
পূর্বের
রাখা Rom এর Backup ফোল্ডারটি দেখতে
পাবেন।
:
►সেখান থেকে Power বাটনের সাহায্যে Backup
ফোল্ডারটি সিলেক্ট করে রিস্টোর দিন। Restore
এর
কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
রিস্টোরের
কাজ শেষ হলে সেট রিবুট করুন।
:
=============
★বিশেষ দ্রষ্টব্যঃ★
=============
:
►► সকল কাজ নিজ দায়িত্বে করবেন। সেটের
কোন
ক্ষতি হলে, আমি বা এই গ্রুপ দায়ী থাকবো না।
:
►► মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর
দৃষ্টিতে
দেখবেন।
:
►► সবাই ভালো থাকুন। ধন্যবাদ।