Xposed Framework/Installer নিয়ে বিস্তারিত আলোচনা

Saturday, February 27, 2016

Xposed Framework/Installer নিয়ে আলোচনা

.
Xposed Framework/Installer কি?
কেন ব্যবহার করবেন বা সুবিধা কি?
কিভাবে Install করবেন?
এটা কিভাবে কাজ করে?
কিভাবে ব্যবহার করবেন?


============================
✿✿ Xposed Framework:
============================
Xposed Framework হল এমন একটি Tools বা Program, যার মাধ্যমে সহজেই আপনার রমের পরিবর্তন আনতে পারবেন। এই কাজ আপনি যেকোন রমেই ব্যবহার করতে পারবেন।
একটু বিস্তারিত বলতে গেলে, কাষ্টম রম যারা তৈরী করেন, তারা সাধারণত তাদের তৈরি রমে বিশেষ সুবিধা বা ফিচারসমূহ যুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন পরিবর্তন ও পরিবর্ধন করে এবং সবগুলোকে মিলিয়ে একটা কাষ্টম রম তৈরি করে, আমাদের ব্যবহারের জন্য ছাড়ে। যেমন ধরুন, Font Style পরিবর্তন করা, আইকনের কালার পরিবর্তন, স্ট্যাটাস বার স্বচ্ছ করা, স্ট্যাটাস বারের আইকন পরিবর্তন করা ইত্যাদি।
তবে বর্তমানে প্রচুর ডেভেলপার আলাদা আলাদা ভাবে, কাষ্টম রম তৈরী না করে, এখন Xposed Framework এর দিকে ঝুঁকেছেন। কেন তারা Xposed Framework এর দিকে ঝুঁকছেন? মনে করুন, একজন ডেভেলপার একটি রম তৈরী করে করলেন। তারপর,সেটা ব্যবহারকারীদের জন্য নেটে আপলোড করে, শেয়ার করলেন। কিন্তু শেয়ার করার পরে দেখলেন যে, রমে একটা বা দুটো Bug বা সমস্যা আছে। তখন, ডেভলোপার আবার সেই বাগগুলোকে ঠিক করে রমটি আবার ছাড়লেন। এভাবে ডেভলোপার অনেক সময়, ইন্টারনেট খরচ হয়ে গেল এবং ঠিক তেমনিই আমরা যারা ব্যবহারকারী আছি তারাও অনেক কষ্ট করে রম ডাউনলোড করে এবং ফরম্যাট করে ইনস্টল করে দেখলাম যে রমে Bug আছে। এতে উভয়েরই অনেক সমস্যা রয়েছে। আর এই কারনেই ডেভলোপাররা Xposed Framework এর দিকে ঝুঁকছেন।
.
.==================================
✿✿ যেসকল সুবিধা পাবেনঃ
==================================
Exposed Framework অসংখ্য সুবিধাসমূহের লিষ্ট করতে গেলে পোষ্ট বিশাল পোষ্ট বড় হয়ে যবে। Xposed Framework এর সবচেয়ে বড় সুবিধা হল, এর মাধ্যমে যে পরিবর্তনগুলো করা যাবে তার সবগুলোই হল অস্থায়ী, আপনি ইচ্ছা করলে খুব সহজেই আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। অর্থাৎ, আপনি যে কোন সময় আপনার স্টক রমে (Xposed Framework ব্যবহার করার আগে যে রম ছিল) ফিরে যেতে পারবেন। কিন্তু, এই কাজের জন্য আমাদের আগে পুরো একটি রম মুছে বা রিমুভ করে অন্য রমকে ইনস্টল করতে হত। Xposed Framework সেসকল সুবিধা পাবেনঃ-
★Theme পরিবর্তনের সুবিধা;
★ Icon পরিবর্তনের সুবিধা;
★ Icon Color পরিবর্তনের সুবিধা;
★ Power Menu Ad করার সুবিধা;
★ StatusBar পরিবর্তনের সুবিধা, ইত্যাদি।
.
.
====================================
✿✿ যেভাবে ইনস্টল করবেনঃ
====================================
নিচের যেকোন লিংক থেকে ডাউনলোড করে, সাধারন অ্যাপ্সের মতোই Install করতে পারবেন। তবে,
→অবশ্যই Rooted Device হতে হবে
→Android Version 4.0+ হতে হবে।
**Xposed Framework ডাউনলোড লিংক**
http://repo.xposed.info/mo…/de.robv.android.xposed.installer
.
====================================
✿✿ এটা যেভাবে কাজ করেঃ
====================================
Xposed Framework Install করলেই আপনি কিছুই পরিবর্তন করতে পারবেন না। Xposed Installer Install করার পর, আপনার Module এর প্রয়োজন হবে। সেই Module গুলোর মাধ্যমে আপনি দিয়ে রমে বিভিন্ন পরিবর্তন করতে পারবেন। তাহলে আপনি বলতে পারেন, Module দিয়েই যদি কাজ হয়, তাহলে Xposed Framework কি কাজে লাগে। আসলে Xposed Framework এর মাধ্যমে আপনি Module গুলো চালাতে পারছেন। মানে Xposed Framework আপনাকে Module গুলো চালাতে শুধু Module বা শুধু Xposed Framework কোন কাজে আসবে না। মানে দুটোই একসঙ্গে ব্যবহার করতে হবে।
.
=====================================
✿✿ যেভাবে ব্যবহার করবেনঃ
=====================================
➽ প্রথমে উপরের লিংক থেকে Xposed Framework বা Xposed Installer ডাউনলোড করে নিন।
.
➽ এরপর Xposed Framework/Installer ইনস্টল করুন।
.
➽ তারপর Xposed Framework/Installer Open করুন, Root Permission চাইলে Allow/Grant এ ক্লিক করুন। তারপর Framwork>Install/Update এ ক্লিক করে অপেক্ষা করুন কাজ না হওয়া পর্যন্ত। Install/Update হয়ে গেলে ফোন Reboot করুন।
.
➽ ফোন রিস্টার্ট করার পরে, Module ইনস্টল (Module XDA বা গুগলে খুঁজলেই পেয়ে যাবেন) করুন।
.
➽ তারপর Xposed Installer থেকে Modules গিয়ে, সেখান থেকে Module গুলো সেটিংসগুলো টিক দিয়ে দিন। তাহলেই আপনি Xposed Module গুলো ব্যবহার করতে পারবেন।
.
Xposed এরকয়েকটি জনপ্রিয় Module:
→ GravityBox
→ Xblast Tool
→ Flat Style Bar Indicator
→ Gesture Navigation
→ Greenify
→ Xposed StatusBar
→ EX Themer
→ XuiMod ইত্যাদি।
.
এরকম আরো প্রচুর প্রচুর Modules রয়েছে। এই সকল Module গুলো আপনি XDA বা Google এ খুঁজলেই পেয়ে যাবেন।

 শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না

post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন

সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন