সহজেই রুট করে নিন "Nokia X" family or seris
কিভাবে Nokia X devices root করতে হয় তা নিয়েই আজকের এই পোষ্ট।Nokia X devices root করার জন্য যদি আমরা প্রচলিত নিয়ম অনুসরন করি, যেমন (framaroot, kingroot, key root master etc.) দিয়ে root করার চেষ্টা করি তাহলে Nokia X devices root হবে না।
তাহলে কি আমরা যারা Nokia X/Xl use করি তারা কখনই root permission পাবো না, চিন্তার কোন কারন নাই, আজকে আপনাদের শিখিয়ে দিব কিভাবে "Nokia X manager" দিয়ে আপনার শখের "Nokia X devices" root করা যায়।
যা যা প্রয়োজন
➽ PC/Laptop. (xp,vista,7,8) [32/64 bit]
➽ Nokia X manager.exe:- nokia x maneger
➽ Nokia X USB driver.exe:- nokia x driver
কিভাবে রুট করবেন
●► ধাপ-১: উপরের লিংক থেকে X manager.exe ডাউনলোড করে আপনার ল্যাপটপ বা পিসিতে setup দিন।
●► ধাপ-২: Setup Complete
হলে software টি চালু না করেই রেখে দিন। এবং উপরে link থেলে USB driver নামিয়ে setup দিন।
●► ধাপ-৩: Driver Install Complete হয়ে গেলে, আপনি আপনার ডিভাইস USB দিয়ে connect করুন। এবং Nokia X manager run করে কিছুক্ষন wait করুন, device connected হয়ে গেলেই root লিখা তে চাপুন।
●► ধাপ-৪: কিছু সময়ের মধ্যেই
রুটিং প্রসেস শেষ হবে ও আপনানার মোবাইল auto-reboot হবে। এবং স্ক্রীনে “Root
Succeeded” ম্যাসেজ দেখতে পাবেন।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন তারপর 5sec অপেক্ষা করুন তারপর skip ads এ click করুন
২-তারপর lo4d.com.uk or lo4d.com.us এ click করুন .
২য়লিংক থেকে ডাউনলোড করতে লিঙ্ক ওপেন হলে "download" Option এ ১-২ বার ক্লিক করুন। নিচের ছবির মত মার্ক করা স্হানে
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser বা firefox কিংবা puffin or Default Browser ব্যবহার করুন।
৫-আর pc এর জন্য mozilla firefox/chorm বা Default Browser ব্যবহার করুন।
শেষকথা:- সকল প্রকার কাজ নিজ দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির জন্য আমি বা সাইট দায়ী থাকবে না
post কপি-পেষ্ট করলে অবশ্যই আদার্শ মানুষের মত blog এর addres টি পোষ্টের সাথে শেয়ার করবেন
সবাই আল্লাহ্-র অনগ্রহে ভালো থাকুন